গুলিস্তানে বিস্ফোরণস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড

16

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান চলছে। বুধবার (৮ মার্চ) বিস্ফোরণের ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ডেড বডি লোকেট (শনাক্ত) করার জন্য ডগ স্কোয়াড আনা হয়েছে। সেনাবাহিনী, সিটি করপোরেশন, রাজউকের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি হয়েছে। বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, এটাকে সাপোর্ট দিতে হবে। তারপর হেভি রেসকিউ একটিভিটিজ চালানো হবে।

ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হাতে বহন করার মতো যন্ত্রপাতি দিয়ে আমরা রেসকিউ অভিযান করছি। ডেড বডি বা ভেতরে আটকে পড়াদের লোকেট করে সে অনুযায়ী ছোট ছোট গর্ত করে তাদের বের করে নিয়ে আসার চেষ্টা চলছে।

বেলা সাড়ে ১১টার পর র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থলে তাদের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

গুলিস্তানের সিদ্দিক বাজারের ভবনে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন শতাধিক মানুষ।

জানতে চাইলে র‍্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক আ ন ম ইমরান বলেন, গুলিস্তানে বিস্ফোরণস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কাজ করছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ডিআই/এসকে