
স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও কিছু আসবাব পত্র দিয়ে পাশে দাঁড়িয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী ও আসবাব পত্র বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রীতা রানী পাড়ে, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক এস কে আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সদস্য ফজলুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকিপ্রমুখ।
উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।