পঞ্চগড়ে ৭ম দিনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত 

32

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসা’কে কেন্দ্র করে সহিংসতা বন্ধে ৭ম দিনেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এদিকে গত শুক্রবার ও শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে ১৩ টি। তার মধ্যে সদর থানায় ১১টি ও বোদা থানায় ২ টি। মোট ১৩ টি মামলায় র্যাব, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে ১৩৫ জনকে।

সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভিডিও ফুটেজ সহ বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষী দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুক্রবার জুম্মার নামাজের পর ও শনিবার সন্ধ্যার পর সুপরিকল্পিত ভাবে যে নাশকতার ঘটনা ঘটেছে তাতে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখনো সম্ভব হয় নি।

তবে পুরো বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের এক অংশ ক্ষোভ প্রকাশ করে জানান, তারা কাদিয়ানি বা অমুসলিম যাই হোক না কেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। জ্বালাও, পোড়াও বা অন্যায় ভাবে কারো উপর জুলুম নির্যাতন করার শিক্ষা আমাদের ধর্ম আমাদের দেয় নি। আমাদের সকলের উচিত আগে ধর্মীয় আচার আচরণ, বিধি নিষেধ সম্পর্কে ভালো ভাবে জানা।

আমাদের উচিত তারা যে ভুল সেটা তাদের ভালোভাবে বোঝানো। স্থানীয় অনেকেই মনে করেন যারা এই সহিংসতার ঘটনাটি  ঘটিয়েছে তারা সু পরিকল্পিত ভাবে তা করেছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন মামলায় কোন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না।

তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।