মণিরামপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

46

স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙ্গালীর জীবনে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

সেই দিনের স্মরনে যশোরের মণিরামপুরে জাতীয় শ্রমিক লীগ মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে  দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলার গরুহাটা মোড়ে ৭ই মার্চ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক বাবুল করিম বাবলুর  সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জি এম মজিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রীতা রানী পাড়ে, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক এস কে আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,  যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ইসলাম বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন খানপুর ইউনিয়ন ছাত্রলীগের  কাজী সোহান এবং গীতা পাঠ করেন হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্তীক বকশী ।অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।