
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
গতকাল বিকেল ৫টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ডুমুরিয়া বাজারে অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদর বাজারের ট্রলার ঘাট এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় মো: নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তির মৎস্য ডিপোতে অপদ্রব্য পুশ করার সময় হাতে নাতে ধরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ এর মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অপদ্রব্য পুশকৃত চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা ভূমি অফিসের কর্মচারী নাসির উদ্দীন সানা,থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বাজার কমিটির সদস্য সচিব খান মইদুল ইসলাম।