ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পূর্ণাঙ্গ কমিটি গঠন

15

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা শাখায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ নতুন  কমিটি ঘোষনা করা হয়েছে।

 গত শনিবার নতুন কমিটির সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক নাট্য সংগঠক শেখ ফরিদ আহমেদ।  

১০১ সদস্য বিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক মো: ইউনুস আলী প্রামানিক ও দপ্তর সম্পাদক  সিরাজুর রহমান। 

অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক চন্দন রেজা, মুখপাত্র মো: আহসান সিদ্দিকী ও সমন্বয়কারী এমএ মিলন মিয়া। 

মুজিব আদর্শের এই প্রাচীনতম রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  ফরিদপুর জেলা শাখার  নতুন সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও অপসংস্কৃতি রুখতে  এবং জননেত্রী শেখ হাসিনা কর্তৃক  ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করবো।