নিজস্ব প্রতিবেদক,জামালপুর
সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরেও নানান আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতার পরিচায়ক ভাষণের ৫২ বছর পূর্তিতে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় উপজেলা চত্ত্বরে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। এর পরে আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর ভাষণে প্রথম স্থান অধিকার করে প্রতিভা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সমদীপ কুন্ডু ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন বন্দ।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে ১ম স্থান অধিকার করে সিরাজাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শালিনী পাল ও ২য় স্থান অধিকার করে প্রতিভা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মায়মুনা ঋতিকা।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ১ম স্থান অধিকার করে সরকারী ইসলামপুর জে.জে.কে.এম বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সুলতানা এবং ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মৌমতা ইসলাম (তিতলী)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ.আশরাফ আলীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস) মোহাম্মদ মামুন -অর-রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক আখন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোজিনা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মানিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. শফিকুর রহমান (শিবলী), ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুর রহমান, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক,সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. শফিকুল ইসলাম শুভ,বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ও মো. ওয়াজেদ আলীসহ গণমাধ্যমের কর্মীরা।