
স্টাফ রিপোর্টারঃ–
যশোরের চৌগাছায় ৬০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০৬ মার্চ) রাতে
চৌগাছা উপজেলার বল্লভপুর ক্লাবপাড়া ফজলুর রহমান এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামীকে আটক করা হয়
আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়োপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সোহেল রানা (২৫) ও চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৩)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (এসআই) সোলাইমান আক্কাস সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা উপজেলার বল্লভপুর ক্লাবপাড়া ফজলুর রহমান এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। ওই সময় ৬০ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে চৌগাছা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।