
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে নিখোজের ৩ দিন পর পুকুর থেকে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফুল (৩৫) নামের ওই চালক উলিপুর পৌরসভাধীন পাখিমারীর টারীতে তার মা সহ নানা বাড়িতে থাকতো।
গত ৩দিন ধরে সে বাড়িতে ফিরেনি বলে জানায় স্থানীয়রা । আজ মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম চিলমারী সড়কের পাশে সংরক্ষিত সাবেক সংসদ সদস্য শাহানাজ সরদারের কিশামত মালতীবাড়ী গ্রামের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
স্হানীয়রা জানান,চালক আরিফ ২ বছর আগে উলিপুর পৌরসভার ৫ ওয়ার্ডের সাবেক কাউসিলর কয়ছার আলীর ট্রাক্টর চালাত।
খবর পেয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান একদল পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।