
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা সদরে আগামী ১১ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জনসভায় যোগদানের জন্য নান্দাইলের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ই মার্চ) নান্দাইল উপজেলার পৌর সদর সহ ১৩টি ইউনিয়নে তৃণমুল নেতাকর্মী ও আওয়ামী জনগণের সাথে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫নং গাংগাইল
ইউনিয়নের নান্দাইল রোড বাজার দলীয় কার্যালয়ে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় স্বতঃস্ফূর্ত যোগদানের জন্য বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, গাংগাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন প্রমুখ। এসময় উপজেলা আওয়ালীগ নেতা দেলুয়ার হোসেন দেলু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, শহিদুল
ইসলাম পিয়ারুল, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন ভূইয়া, ইউনিয়ন স্বে চ্ছা সেবকলীগের সভপতি আব্দুল হাকিম, ইউনিয়ন মৎস্যজীবি লীগের আহবয়ক
শফিকুল ইসলাম রিপন, ইউনিয়ন শ্রমিকলীগের আহবয়ক নিস আকন্দ সহ তৃণমুল নেতাকর্মী ও আওয়ামী জনগণ উপস্থিত ছিলেন।
০১৭১৫৮১৯৭০৯