গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত শতাধিক

29

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পৌঁছেছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ৫ তলা ভবন এবং এর তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ভবনই ধসে পড়েনি। আহতদের সেবা দিতে ৫টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ডিআই/এসকে