
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় দেবীপুর পুরাতন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বিরামপুর পৌর শহরের দেবীপুর জামে মসজিদ প্রাঙ্গণে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে মসজিদ কমিটি’র সভাপতি ও সম্পাদকের হাতে নগদ এক লক্ষ পঞ্চাশ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এসময় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা আওলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার,স্থানীয় আওলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সর্মথকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীমুন্ডলীসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।