
জাহাঙ্গীর আলম নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলায় শুনই ইউনিয়নের ভুরবুরিয়া গ্রাম থেকে আজ (৭ মার্চ) মঙ্গলবার সকাল ৯ টার দিকে আটপাড়া থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে।
আটপাড়া থানার অফিসার ইনর্চাজ শ্রী উজ্জ্বল কান্তি সরকার জানায়,সকালে উপজেলার শুনই ইউনিয়ের ভুরবুরিয়া গ্রাম থেকে পাকা রাস্তার পাশ থেকে একটি লাশ উদ্ধার করে থানা পুলিশ।
তিনি আরো জানায় লাশ শনাক্তের জন্য পিপিআই ও সিআইডি কাজ করছে, উভ সট: উজ্জ্বল কান্তি সরকার অফিসার ইর্নচাজ আটপাড়া থানা, নেত্রকোণা