কবিতা ‘তর্জনী’ কলামে: আশরাফ চৌধুরী

10

তর্জনী

আশরাফ চৌধুরী

একটি হাতের তর্জনীতে

গর্জে উঠে বাংলাদেশ,

এক পুরুষের বজ্রকন্ঠে

হানাদারদের সর্বশেষ।

রক্তনেশায় জুলুম চালায়

পাকি নামের ড্রাকুলা,

মায়ের চোখের অশ্রুকণা

হৃদয়েতে দেয় দোলা।

তিরিশ লাখ প্রাণ কাড়ে

দখলদারের চেলারা

ছোবল হানে নিঠুরভাবে

রাজাকারের দলেরা।

নয় মাস জুড়ে যুদ্ধ চলে

দেশের প্রতি ইঞ্চিতে,

বীর বাঙ্গালি লড়াই করে

মুক্তি দিতে বঞ্চিতে।

বাংলাদেশ স্বাধীন হলো

সারা বিশ্বের স্তুতি,

বঙ্গবন্ধু নিলেন এবার

দেশ গড়ার প্রস্তুতি।

কালো মেঘে ঢেকে দিল

জাতির ভাগ্যাকাশ,

রক্তচোষার কুটিল চালে

সুনসান আশপাশ। 

তবুও রুখে দাঁড়ায় এদেশ

মাথা উঁচু করে,

বাংলার বাঘ বুক চিতিয়ে

আজো লড়াই করে।

দুর্নীতিকে রুখতে হলে

নিতে হবে শপথ,

বঙ্গবন্ধুর সোনার বাংলায়

হব না আর বিপথ।