
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের কাগজের চিলমারী প্রতিনিধি সহকারী অধ্যাপক মামুন অর রশিদের পিতা আলহাজ¦ আবু বক্কর মন্ডল (৯২) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহী ——–রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে বার্ধক্যে জনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব নিজগ্রাম মন্ডলপাড়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সাবেক সাংসদ গোলাম হাবিব, উপজেলা আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনপি, প্রেসক্লাব সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।