ঘরের চাল থেকে পড়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

13

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ

 ঘরের চালে টিন লাগাতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে এক কাঠ মিস্ত্রির মর্মান্তিক  মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৬ মার্চ) দুপুর দেড় টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে।

জানা গেছে, সোমবার সকাল ৯ টার সময়  উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি কুঠি পাড়া  গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুস ছালাম (৭০)’র বাড়িতে  ঘরের চালে টিন লাগাতে যায় কাঠমিস্ত্রি স্বাধীন মিয়া (২৪)। কাজ করে দুপুরে চাল থেকে নামার সময় পা পিছলে বাড়ির পাকা গেটের সাথে ধাক্কা খেয়ে  মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মর্মান্তিক  মৃত্যু হয়।

নিহত কাঠ মিস্ত্রি ওই ইউনিয়নের উত্তর দলদলিয়া বকসী পাড়া গ্রামের নবিয়ালের পুত্র । উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশারাফুজ্জামান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।