
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, আইসিটি অফিসার সনজির উদ্দিন শিশির, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার হারুন অর রশিদ।
প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার শুরুতে ইউএনও ইকতেখারুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আয়োজনের মূলত দুটি কারণ।
প্রথমত ৭ মার্চের ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করে ছিলেন। এটি সার্বজনীন এবং ইউনেস্কো থেকে স্বীকৃত যা বাঙালি জাতির জন্য গর্বের বিষয়।
দ্বিতীয়ত, এই ভাষণে স্বাধীনতা যুদ্ধের আসল দিক নির্দেশনা আমরা খুঁজে পাই। যার সঠিক ইতিহাস আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস হিসেবে নিচ্ছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক বলেন, স্বাধীনতার মহান নেতা ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক।
তিনি পাকিস্তানের কবল থেকে শোষিত নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতিকে মুক্ত করেছেন।
একটি সততা আদর্শ সংগ্রামের লড়াইয়ের মধ্য দিয়ে সে ইতিহাস আমাদের জানতে হবে বুঝতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে।
বাংলাদেশ ও দেশের মানুষ কিভাবে এগিয়ে যাবে তারও দিক নির্দেশনা রেখে গেছেন তাঁর ভাষণের মধ্যে।