ডামুড্যা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালি

13

শফিকুল ইসলাম সোহেল,

ডামুড্যা প্রতিনিধিঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৩ পালিত হয়েছে। পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা জাহিদ হাসান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আলম, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, শিক্ষা অফিসার নজরুল ইসলাম,  কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।