ঘুমধুমে ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা  

13

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে

মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটা ধ্বংস এবং ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়েছে।

সোমবারে (৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার ঘুমধুমের রেজুআমতলী, আজুখাইয়া নামক স্থানে অরূপ রতন সিংহ নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা) এবং মোঃ আব্দুস সালাম (জুনিয়র কেমিস্ট পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা) এর নেতৃত্বে RAB এবং ফায়ার সার্ভিস’কে সাথে নিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করে আজুখাইয়া ইট ভাটার মালিক আবুল কালাম মেম্বারকে ১,৫০,০০০ টাকা এবং ফকিরা পাড়া ইট ভাটার মালিক মোঃ হারেজ সরওয়াসহ দুই জনকে মোট ৩,০০০০০ টাকা জরিমানা করেন।

 অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ সাংবাদিকদের জানান, অবৈধ ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে এ দুইটাসহ কয়েকটা অবৈধ ইট ভাটা রয়েছে যা সম্পূর্ণ ম‍্যানেজ প্রক্রিয়ার মধ‍্য দিয়ে চলে কাগজপত্র বিহীন। প‍াব‍র্ত্য এলাকায় কোন ইটভাটা করার নিয়ম না থাকলেও সংশ্লিষ্ট কিছু দপ্তর এবং ব‍্যাক্তিদের চুক্তিতে মোখ বন্ধ করে চলছে।পরিবেশ বিধ্বংসী এই ইট ভাটার মালিকানার তালিকায় রয়েছেন, হারুন কোম্পানি,মিলন মিস্ত্রি,ফরিদ কোম্পানি, আবুল কালাম মেম্বার,খালেদ সরওয়ার হারেজ সহ কয়েক ব‍্যাক্তি।