
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন কতৃক উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড.শহীদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনা পারভীন সীমা, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, শিক্ষকবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় সকল সংগঠনের নেতৃবৃন্দগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার নানা সমস্যার কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।