
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় নড়াইলে আনদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমোত-আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ জেলা জেলা আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।