জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাদিয়া ইসলাম শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত

32

মো: তাহের, নড়াইল জেলা প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার  নির্বাচিত  হয়েছন নড়াইল সদর উপজলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। ৬ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছ  আগামী ১২ মার্চ সকাল সাড়ে ৯টায় ঢাকা ওসমানী মিলনায়তনে পদক প্রদান করা হব। চিঠিতে উল্লেখ করা হয়ছে,  প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশষ অবদানের স্বীকতিস্বরপ নড়াইল সদর উপজলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার  নির্বাচন করা হয়ছে। আগামী ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় ঢাকা ওসমানী স্মতি মিলনায়তন জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বাধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হবে। অনুষ্ঠান উপস্তিত হয়ে পদক গ্রহণের অনুরাধ জানানো হয়ছে। সাদিয়া ইসলাম এর আগে নড়াইল জেলা পর্যায় এবং খুলনা বিভাগী পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার হিসবে নির্বাচিত হন। 

সাদিয়া ইসলাম যশার-১ আসনর সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযাদ্ধা আলহাজ্ব কে এম নজরুল ইসলামের কন্যা। সাদিয়া ইসলাম  ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী হিসবে যশার জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়ছিলন। সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার যোগদান করেন।

এদিকে সাদিয়া ইসলাম জাতীয় পর্যায় শ্রেষ্ঠ উপজলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায়  জেলা ও উপজলা প্রশাসনর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজর প্রতিনিধিরা শুভছা জানিয়েছেন।