কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১৯ আসামি গ্রেফতার 

11

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। 

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিঅার ওয়ারেন্টে পাঁচজন অাসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে উলিপুর  থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, কচাকাটা থানায় একজন। 

এছাড়াও সিঅার ওয়ারেন্ট মূলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় অাটজন, ১৫১ ধারায় তিনজন, ৩৪ ধারায় একজনসহ গত ২৪ ঘন্টায় মোট ১৯ জন আসামী গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।’