পটুয়াখালীতে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা  

23

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী প্রতিনিধিঃ  ” পাট শিল্পেরন অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।  

 ৬ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টার  দিকে এ দিবস উপলক্ষে পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড় থেকে বর্ণাঢ্য রেলী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ শরীফুল ইসলাম,  জেলা প্রশাসক, পটুয়াখালী ।

এসময় উক্ত সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শেখ আবদুল্লাহ শাদীদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, মাদারিপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও সংযুক্ত পটুয়াখালী জেলা মোঃ আলমগীর হোসেন, দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও পটুয়াখালী জেলা  প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

পাট দিবসের র‍্যালী ও আলোচনা সভা জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ, সুধীজন ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।