
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ডক্টর’স পয়েন্ট এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারো ঘটিকায় তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট কলেজ রোডে ফাতেমা টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক বাবলু হালদার, সাবাই বাজার বণিক সমিতি লিমিটেড এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান, টেকনোলোজিস্ট, আইনাল হক, সাবাই বাজার বণিক সমিতির সভাপতি মুনসুর রহমান কমল প্রমুখ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক তাছির উদ্দীন, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাবুল, এমদাদুল হক, আফজাল হোসেন, ডা. আবুল হোসেন, ডা. মো আব্দুল গনি,কাজিমুল হক লাভলু সহ অন্যরা।
প্রতিষ্ঠানের শুভ ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিঁড়াকৈর দাখিল মাদ্রাসার মাওলানা সেলিম রেজা।