
মো; তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মো:মাহাব্বুর রহমান চুয়াডাঙ্গা থানার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চুয়াড়াঙ্গা সদর থানার মামলা নং-১৯, তারিখ-২৭.০২.২০২৩ ধারা-৩৯৪ পোনাল কোড মূলে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ হাসানুজ্জামান, এসআই মোঃ মাসুম বেল্লা, এএসআই মোঃ আরাফাত শেখ সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম ইং-০৪.০৩.২০২৩ তারিখে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা ধৃত আসামী পাবনা জেলার চরকাতরা গ্রামের কিতাব সর্দারের ছেলে মোঃ মহাসিন ওরফে মোবারক (২৫) এ/পি সাং- মোঃ আব্দুর রশিদ, পিতা- মৃত সামসুল হক, সাং- কাচারীপাড়া ০৫নং ওয়াড, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া এর বসত বাড়ীর নিচ তলার ভাড়াটিয়াকে তার ভাড়া বাসা হতে গ্রেফতার পূর্বক তার স্বীকারোক্তি ও সনাক্ত মতে তার হেফাজত হতে মামলার বাদীর ছিনতাইকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও পৃথক ০১টি মাস্টার কি (চাবি) উদ্ধার করতঃ ধৃত আসামীকে অদ্য ০৫ ০৩.২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, ছিনতাইকৃত মোটরসাইকেলের বাইরে অতিরিক্ত ০১ (এক) টি মোটরসাইকেল তার হেফাজত হতে উদ্ধার করা হয়। তাছাড়া বর্নিত ঘটনায় জড়িত দুইজন ছিনতাইকারীকে ইতোমধ্যে গত ২৭/০২/২০২৩ তারিখ গ্রেফতার করা হয়।
মামলা মূলে জব্দকৃত আলামতঃ ০১টি এ্যাপাসি ১৬০ সিসি ব্লু-কালার মোটরসাইকেল, যাহার রেজি:চুয়াডাঙ্গা-ল-১১-৬৫৪৪, যাহার চেসিস নং-MD634KE40J2B06037, ইঞ্জিন নং-0E4BJ2405958,
২। ০১টি শ্যাওমি poco F1 মোবাইল ফোন,
৩। ০১(এক)টি অভিনব কায়দায় লোহার পাতের তৈরি চাবি যাহা দিয়ে মোটরসাইকেলের লক ভাঙ্গা ও চাবি হিসেবে ব্যবহার করা যায়।
অতিরিক্ত চোরাই/ছিনতাই উদ্ধার জব্দকৃত আলামতঃp ০১টি পুরাতন ব্যবহৃত FZ-S 150 সিসি সাদা রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল, যাহার রেজিঃ ঢাকা মেট্রোঃ ল-৩২-৩০৭৫, চেসিস নং-2CK11301843, ইঞ্জিন নং-2CK1002925