
চন্দন ভট্টাচার্য্য, রূপসা উপজেলা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মনোদৈহিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। জ্ঞান অর্জনের পাশাপাশি প্রত্যেককে মানুষিক সন্তুষ্টি বিকাশে খেলাধুলায় মনোযোগী হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচী গ্রহন করেছেন। শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বইসহ উপবৃত্তি প্রদান করছেন। তিনি আরো বলেন প্রত্যেক বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বঙ্গকন্যা অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তাই দেশ তথা জাতির স্বার্থে সকলকেই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন দেশকে সমৃদ্ধ করতে শেখ হাসিনার বিকল্প নাই।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশে উন্নয়ন হয়।
গতকাল ৫ মার্চ বিকেলে রূপসা উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৯ টায় মনোমুগ্ধকর ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম (মিস্টার বাংলাদেশ)।
বর্ণাঢ্য এ আয়োজনে স্বাগত বক্তৃতা করেন নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ রবিউল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নোমান ওসমানী রিচি।
বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন,
স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন, রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, বঙ্গবন্ধু কলেজে’র সাবেক অফিসার ইনচার্জ সরদার ফেরদাউসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সান স্পোর্টিং ক্লাবের স্বত্তাধিকারী মো. মঈনুল ইসলাম টুটুল, প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, সরোজ কুমার হালদার, মোঃ হায়দার আলী, মাওলানা ইউনুছ আলী, রবিউল ইসলাম, কৃষ্ণ পদ রায়, দীপ্তিশ্বর বিশ্বাস, অমল কুমার শিকদার, বেল্লাল হোসেন, শিক্ষক মানব কুমার দত্ত, আব্দুল মজিদ ফকির, আরিফুল ইসলাম মোল্যা, ইমদাদুল ইসলাম, এসএম হাবিব, রকিব উদ্দীন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শেখ জাহিদুজ্জামান, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, আশিষ রায়, কামরুজ্জামান সোহেল, মাসুম সরদার, মাসুম শেখ, ছাত্রলীগ নেতা সাফিরুল ইসলাম হিমেল প্রমূখ।
এর আগে সকালে তিনি নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী নির্মাণ কাজ ও নতুন শহিদ মিনারের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ (মিঃ বাংলাদেশ)।
স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেহেনারা খাতুন। বক্তৃতা করেন শিক্ষক সঞ্জীব সরকার, হযরত আলী, মুনজুরুল ইসলাম, হাফিজুর রহমান, তাপস ভট্টাচার্য্য, সেলেহী নাসরিন, মোঃ জামাল উদ্দীন, উত্তম কুমার চ্যাটার্জী প্রমূখ।