
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির অন্তাহার গ্রামে পূর্বশক্রতার জেরে দুই পক্ষের মারধর শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে নারীসহ ৮জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে।
গত ৩ মার্চ রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির
অন্তহার গ্রামের জাহাঙ্গীর আলম বাদি হয়ে ৩জনের বিরুদ্ধে এবং ৫ মার্চ একই গ্রামের আবুল হোসেন ৫জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে জাহাঙ্গীর আলম ও আবুল হোসেনের মধ্যে পারিবারিক পূর্ব শত্রুতার জেরধরে গত ২ মার্চ সকাল সাড়ে ১০ টায় উভয়ের মধ্যে মারধর নারীর শ্লীতহানি ও লুটপাটের ঘটনা ঘটে। মারধরে দুই পক্ষের কয়েকজন হাসাপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে।
এই ঘটনায় গত ৩ মার্চ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ওছমান আলী, সালমা বেগমসহ তিনজনের বিরুদ্ধে এবং গত ৫ মার্চ আবুল হোসেন বাদি হয়ে আতিকুল ইসলাম, বিজলী বেগমসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। ওসি রেজাউল করিম মামলা দায়ের নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতার তৎপরতা চলছে।