মাদক উদ্ধার ,আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সহ
পেশাগত কাজের দক্ষতা আর বিভিন্ন মানদন্ডে সেপ্টেম্বর মাস ২০২৩ এর জামালপুর জেলার "শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর" (এস আই) এবং " শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার" নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই হারুন উর রশিদ ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম । এসআই হারুন ২০১৬ সালের আগষ্টে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে তিনি ২০২১ সালের জুন মাসে দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদান করেন । এস আই হারুনের জন্ম ১৯৮৮ সালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায়, ব্যাক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক । নিজের পেশাগত কাজের স্বীকৃতি লাভে অত্যন্ত আনন্দিত তিনি ,তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, যে কোন ভালো কাজের স্বীকৃতি পেলে পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে।