
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
মিথ্যা মামলায় জেল খেটে বাড়ি ফিরলেন প্রতারকের প্রতারণার শিকার ঘোড়াঘাটের রেজওয়ান । প্রতারণার শিকার ভুক্তভোগী যুবক রেজওয়ান হোসেন (২৩) ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের নুরন্নবীর ছেলে। বর্তমানে তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। দুশ্চিন্তা আর হতাশা শিক্ষা কার্যক্রম বাধা গ্রস্থ। ধ্বংস হতে বসেছে তার আগামী স্বপ্ন। এই হতাশা থেকে মক্তি চায় ভুক্তভোগী রেজওয়ান।
রেজওয়ানের পরিবার জানায়, উচ্চ মাধ্যমিক শেষে ২০২১ সালে বিজিবির চাকরির জন্য মাঠ করতে যায় দিনাজপুরের ফুলবাড়ীর বিজিবির ২৯ নম্বর ব্যাটালিয়ন সদর দফতরে।শিক্ষা ,দৈহিক যোগ্যতা,লিখিত পরীক্ষা ও
মৌখিক সহ সব জায়গায় সফল হলেও চ‚ড়ান্ত মেডিকেল বোর্ড থেকে তিনি বাদ পড়ে যান। এরপর একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েন তিনি।
ওই প্রতারক চক্রটির সদস্য ছিল রেজওয়ানের নিজ গ্রামের এক ব্যক্তি। তার চক্রান্তের জ্বালে পড়ে যায় রেজওয়ান।তার কথামত সব কিছু ঘটে যায়।রেজওয়ানের গ্রামের প্রতারক ছাড়াও হাকিমপুর উপজেলার হিলি
এলাকার প্রতারক চক্র রয়েছে বলে রেজওয়ান ও তার পরিবারের দাবী। ওই বছরের ২২ নভেম্বর মেডিকেল বোর্ড হবার দিন রাতেই অপরিচিত.একটি নাম্বার থেকে বিজিবির কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ফোন দেন।
কথার মারপ্যাঁচে ফেলে তিনি রেজওয়ানের কাছে ১২ লাখ টাকা দাবি করলে এতে রাজি হয় সে। পরে অগ্রিম ১ লাখ টাকা নিয়ে ঢাকায় গিয়ে ওই প্রতারকের সঙ্গে সাক্ষাত করে রেজওয়ান। সেখানে গিয়ে রেজওয়ান জানতে পারেন মানোয়ার নামে এক বিজিবি কর্মকর্তার সঙ্গে দেখা করতে এসেছেন। কথা অনুযায়ী মানোয়ারকে এক লাখ টাকা বুঝিয়ে দিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে
গিয়ে রেজওয়ানকে মেডিকেল টেস্ট করান তিনি। এরপর চাকরি নিশ্চিত জানিয়ে মানোয়ার তার কাছে আরও দেড় লাখ টাকা দাবি করে। বিশ্বাস অর্জন হয়ে যাওয়ায় বাড়ি থেকে বিকাশের মাধ্যমে রেজওয়ান আরও দেড় লাখ টাকা মানোয়ারকে দেন। এরপর মানোয়ার রেজওয়ানের হাতে একটি নিয়োগপত্র ধরিয়ে দেয় এবং চাকরিতে যোগদানের পর বাকি আরও সাড়ে ৯ লাখ টাকা দিতে হবে বলে জানায়। এর একপর্যায়ে মানোয়ার ১০০ টাকা মূল্যের ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে রেজওয়ানের স্বাক্ষর নেয়।
নিয়োগপত্র নিয়ে যোগদান করতে গিয়ে রেজওয়ান জানতে পারে নিয়োগপত্রটি ভুয়া এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপর ওই প্রতারকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে সব আশা ছেড়ে দিয়ে পড়াশুনা শুরু করে রেজওয়ান।
জাতীয় পরিচয়পত্রের স‚ত্র ধরে জানা যায় প্রতারক মানোয়ার ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম দ‚র্গাপুর-পশ্চিমপাড়া গ্রামের জুয়াদ আলীর ছেলে।
পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯৭ সালের ২৭ জুলাই। দীর্ঘদিন পর ২০২৩ সালের জানুয়ারি মাসে ঘোড়াঘাট থানা পুলিশ একটি গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতারণার শিকার রেজওয়ানকেখুঁজতে যায়।তখন খোঁজ নিয়ে রেজওয়ানের পরিবার জানতে পারে প্রতারক মানোয়ার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দেয়াকে কেন্দ্র করে উল্টো রেজওয়ানের বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে প্রতারণার মামলা করে।
গত ১৬ জানুয়ারি রেজওয়ান ঝিনাইদহের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। এরপর গত ২৩ জানুয়ারি আদালত থেকে জামিন নিয়ে রেজওয়ান বাড়িতে আসে।
রেজওয়ান বলেন, দুই ভাই এক বোনের মধ্যে আমি বড়। বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর। এদিকে প্রতারকের চক্রান্তে আজ আমি নিজেই প্রতারক হয়ে বসে আছি।
আমার শিক্ষা জীবন বাঁধাগ্রস্ত হচ্ছে। আমি অসহায় হয়ে পড়েছি। কি করব ভেবে পাচ্ছি না। আমি যে প্রতারণার শিকার হয়েছি, তার সব প্রমাণপত্র আমার কাছে আছে। আমি এর সঠিক বিচার চাই।
রেজওয়ানের বাবা নুরন্নবী মিয়া বলেন, প্রতারকের পাল-ায় আমার এতগুলো টাকা গেল। আবার আমার ছেলেই জেল খাটল। কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম ছেলের চাকরির জন্য। আজ আমি সর্ব শান্ত হয়ে পড়েছি।