
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার ৫ মার্চ ২০২৩ উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে ১৭ মার্চ শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং বিগত মাসের আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও মোঃ হাফিজুল ইসলাম, ওসি মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল, এসএম মুমুনুর রশিদ,মোঃ খবিরুল ইসলাম,মোঝ তোফাজ্জল হোনের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু প্রমুখ বক্তব্য রাখেন।সভায় ১৭ মার্চ শিশু দিবস ২৫ মার্চ গনহত্যা দিবস ২৬ মার্চ স্বাধীনতা দিবস সারাদেশের ন্যায় উদযাপনের সিদ্ধান্ত হয়।