
মো:তারিকুর রহমান স্টাফ রিপোর্টার:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বৃক্ষরোপণ, চুয়াডাঙ্গা জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর সিদ্দিকী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মাননীয় বিচারপতি কে.এম. হাফিজুর আলম, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, ঢাকা, মোঃ জিয়া হায়দার, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা, মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মহোদয়, জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা,লুৎফুর রহমান শিশির, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা সহ উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, উকিল বারের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদা সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।