
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ-
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪- আসনের সাংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন। প্রধান অতিথি এডভোকেট আমিরুল আলম মিলন, সন্মানিত বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ও বিদ্যালয়ের প্রতিস্ঠাতা সভাপতি খ, ম, লুতফর রহমান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান,আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান লাল, আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক কবির হোসেন, তাঁদের বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ, মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগিতায় অনেক খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত অবিভাবক পুরুষদের জন্য ‘নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটানো’ এবং মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।