
রাজধানীর মুগদা ও গাজীপুরের টঙ্গী এলাকা হতে ০৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ ২ জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার(২৫জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো-ওসমান গনি (২০), মো. মোফাজ্জল হোসেন অপু (২৩)।
তিনি জানান, গতকাল ২৪ জানুয়ারি সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ১ জন সদস্য মো.ওসমান গনিকে
গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২লাখ ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল একই দিন বিকালে র্যাব-১০ এর আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ লাখ ১ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের সদস্য মো. মোফাজ্জল হোসেন অপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট ৩ লাখ ১ হাজা টাকা সমমূল্যের জাল নোট ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে