
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি, থেকে:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজি খোলা এলাকার মৃত নুরুল কবিরের স্ত্রী জয়নাব বিবির বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাই পুরো বাড়ি ঘর। আর উক্ত বসত বাড়িতেই রক্ষিত ছিল অসহায় জয়নাব বিবির সমস্ত সহায় সম্বল।
জানা যায়, জয়নাব বিবি বনজঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে তা বিক্রি করে সংসার চালায়। পাশাপাশি বাড়িতে নানা রকমের পিঠা বানিয়ে বাইরে বিক্রিও করে।
বর্তমানে অসহায় জয়নাব বিবি, সমস্ত সহায় সম্বল ও বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।