
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গোবিন্দপুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
৪ মার্চ শনিবার দুপুরে উপজেলা সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর এতিমখানা সংলগ্ন জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন তিনি। এমপি শিবলী সাদিক মসজিদ উন্নয়ন কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও গোবিন্দপুর মন্দিরে ৫০ হাজার টাকা প্রদান করেন।বক্তব্য রাখেন,প্রধান ্অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ ্অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী মোঃ শুভ রহমান চৌধুরী,উপজেলা আওআমীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মাষ্টার,৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ, ৩ নং সিংড়া উনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সৈয়দ
মাহবুবুর রহমান হিরক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির,পৌর কাউন্সিলর মোঃ রেজওয়ান,ও রাহাত আহম্মেদ।
এ সময় উপন্থিত ছিলেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জালু,শ্রী নিরুপ সাহা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মেহিদী হাসান সিজু প্রমুখ।
পরে এমপি শিবলী সাদিক গোবিন্দপুর শিংগী গাড়ী
হিন্দুপাড়া মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দির উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।