কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

35

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি। 


পটুয়াখালীর চৌরাস্তা সংলগ্ন কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুল’র বার্ষিক বন ভোজন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শুক্রবার ও ৪ মার্চ শনিবার দু’দিন ব্যাপী  উক্ত স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মহিউদ্দিন আহমেদ, মেয়র,পটুয়াখালী পৌরসভা।

এসময় কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম’র সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বাচ্চু, পটুয়াখালী পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম মতিন মাহামুদ জাহিদ সিকদার, পটুয়াখালী পৌর সভার ৯ নং ওয়ার্ড  শাখার বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা ও পটুয়াখালীর হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের প্রভাষক, কবি ও সাহিত্যিক রাশিদুল রাশেদ।

উক্ত অনুষ্ঠানে এ সময় এ স্কুলের ছাত্র -ছাত্রীদের অভিভাবক বৃন্দ, শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।