
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা ছাগলচুরি করে মোটরসাইকেল যোগে পালানোর সময় জনতা দুই চোরকে মোটরসাইকেলসহ আটককরে থানা পুলিশে সোর্পদ করেছে।
গতকাল শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টায় আদমদীঘি উপজেলারডাকবাংলো সামনে রাস্তায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার ইন্দইলগ্রামের বুলু খন্দকারের ছেলে বিপ্লব খন্দকার (৪৪) ও উধরাইল উত্তরপাড়ার আজিজুল হকের ছেলে জয়প্রামানিক (২৮)।
এ ঘটনায় ছাগলের মালিক তালসন গ্রামের আকরাম আলী বাদি হয়ে থানায় ওইদুই ব্যক্তিকে আসামী করে মামলা করেন।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে আদমদীঘির তালসন গ্রামের আকরাম আলী তার একটি খাসিছাগল উপজেলার ডাকবাংলো এলকায় ঘস খাওয়ানোর জন্য রাখেন। দুপুর দেড়টায় উল্লেখিত বিপ্লবখন্দকার ও জয় প্রামানিক ডাকবাংলোর সামনে ঝোঁপ থেকে খাসি ছাগলটি চুরি করে তাদেরব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে যাবার সময় জনতা তাদের আটক করে। পরে খাসি ওমোটরসাইকেলসহ তাদের পুলিশে দেন।