ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মান্দায় অবৈধভাবে মজুত করা আড়াই কোটি টাকার খাদ্যপণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট : নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীর তিনটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা দুই কোটি ৬২ লাখ টাকার খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা (৪৫) নামে ওই ব্যবসায়ীকে আটক করে গুদামগুলো সিলগালা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় মজুতবিরোধী অভিযানে বিপুল পরিমাণ এসব খাদ্যপণ্য জব্দ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মিডিয়া সেলে জব্দ পণ্যের তালিকা প্রকাশ করেন জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা। ওই তালিকায় দেখা যায়, প্রথম গুদাম থেকে ১৩ হাজার ১৩৫ লিটার সয়াবিল তেল, ১ লাখ ২৮ হাজার কেজি (১২৮ টন) গম, ৮ হাজার কেজি ময়দা, ২৭ হাজার ১৭৫ কেজি অ্যাংকর ডাল, ৪ হাজার ৫০ কেজি চিনি, ৪ হাজার ৭০০ কেজি ছোলা, ৫ হাজার ৯২০ কেজি পামওয়েল, ১ হাজার ২০০ কেজি লবণ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য এক কোটি পাঁচ লাখ ৫৭ হাজার টাকা দ্বিতীয় গুদামে ৭ হাজার ৪৭৪ কেজি ময়দা, ৫ হাজার ৫৭৫ কেজি লবণ, ৩ হাজার ৬৬৭ লিটার সরিষার তেল, ১ লাখ ৩ হাজার ৯০০ কেজি (১০৩ টন) গম, ৫ হাজার ৪০৪ কেজি পামওয়েল, ৪ হাজার ৫৩ কেজি সয়াবিন তেল জব্দ করা হয়। এসব দ্রব্যের মূল্য এক কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা।

এছাড়া তৃতীয় গুদাম থেকে ১ হাজার ৬০০ কেজি মুড়ি, ২৩ হাজার ৭৫ কেজি অ্যাংকর ডাল, ৯০০ কেজি খৈল, ১৭ হাজার ২৯০ কেজি ভুসি, ৫ হাজার ৮০০ কেজি ব্রয়লার ফিড, ১৩ হাজার ৬৪০ কেজি গোখাদ্য, ৩৭৫ কেজি ছোলা, ৪ হাজার ৫৭৫ কেজি মসুর ডাল, ৮ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের দাম ৪৭ লাখ ৪৮ হাজার টাকা।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পরানপুরে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। অভিযানে মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ গম, সয়াবিন তেল, আটা, চিনি, ছোলাসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলা করবেন। পবিত্র রমজান মাস কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন। মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজের নামে কেনা হলেও ওই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই। মজুত করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা।

মজুতবিরোধী অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিসি মহোদয় আরও বলেন, এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুনঃ