আমতলীতে ভাইয়ের দুই পা ভেঙ্গে দিলেন ভাই

28

আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে আপন ভাইকে শাবল দিয়ে পিটিয়ে দু পা ভেঙে ইটদিয়ে মাথা থেতলে দিয়েছে অপর দু ভাই।.জানা গেছে, উপজেলার পাতাকাটা গ্রামের এনছের আলী আকনের ছেলে সানু আকন (৫৫)এর সাথে আপন ভাই মনু আকন(৩৫) রফিক আকন(৩৮)এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১ টার সময় চালিতাবুনিয়া স্টান্ডের উত্তর পাশে রাস্তার উপর সানু আকন (৫৫)কে একাপেয়ে আপন ভাই মনু আকন ও রফিক আকন লোহার শাবল দিয়ে তার দু পা পিটিয়ে ভেঙ্গে ফেলেন এবং ইটদিয়ে মাথা থেতলে দিয়ে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। স্থানীয় পথচারিরা সানু আকন (৫৫)কে রাস্তার উপর পড়ে থাকতে দেখে তার বাড়ীর লোকজনদের খবর দিলে তারা সানু আকনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরন প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন, বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তিকরার পর সেখানে সানু আকনের শারিরিক অবস্থা আারো অবনতি হওয়ায় শেবাচিম হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ঢাকা
পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় আহত সানু আকনের ছেলে সাখোয়াত হোসেন বলেন আমার বাবার দুটি পা শাবল দিয়ে পিটিয়ে ভেঙ্গে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে আমার চাচা মনু আকন ও রফিক আকন
আমি এনির্মমতার বিচার চাই। অভিযুক্ত মনু আকন ও রফিক আকন এ বিষয় কথা বলতে রাজী হয়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্তা নেয়া হবে।