বরগুনার এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা  

48

মোঃ খাইরুল ইসলাম মুন্না,

বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে  জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন বরগুনা উপজেলা  এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয় ।

আজ শনিবার বেলা ১০ ঘটিকায় বরগুনা  উপজেলা এনসিটিএফের সহ-সভাপতি  রিফাহ তাসনিয়া পুন্যির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক চিত্তরঞ্জন শীল,   বিশেষ অতিথি ছিলেন মোঃ মনির হোসেন কামাল, পরিচালক, লোক বেতার ও সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব, মোঃ সোহেল পঞ্চায়েত, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি বরগুনা লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, বরগুনা প্রমূখ। 

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা বিষয়ের উপর গুরুত্ব দেন।

সভায় বরগুনা সদর  এনসিটিএফ এর নতুন কমিটি গঠিত হয়। 

এতে উম্মে হাবিবা রূপা সভাপতি,  পার্থ মজুমসহ সভাপতি, আয়শা আক্তার রিতু সাধারণ সম্পাদক,  সৌরভ গোলদার তুর্য যুগ্ম সাধারণ সম্পাদক, তাইয়েবা ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ রাহাত খান ও উম্মে হানি শিশু গবেষক, আকিব হোসেন রাফি ও ইশরাত জাহান   শিশু সাংসদ এবং মোঃ মাসুদ ও নূরে উম্মে রাইয়ান আনিকা শিশু সাংবাদিক নির্বাচত হয়।

সবশেষে নতুন কমিটির সপথ বাক্য পাঠ করান সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।  নব নির্বাচিত কমিটির সদস্যরা আগামী বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখে।

তারা শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিরোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে । নতুন কমিটির সদস্যরা আরও অভিমত ব্যক্ত করে বলেন , ‘আমরা নিজেরা এক একজন শিশু।

তাই আজ এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি। দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে।