সাংবাদিক আতাউরের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

18

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে সাংবাদিক আতাউর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (৪র্মাচ)সকালে নিরাপত্তার স্বার্থে মণিরামপুর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং-১৭০।

জিডিতে সাংবাদিক আতাউর রহমান উল্লেখ করেন, এই যে, আমি মোঃ আতাউর রহমান (৩৩), পিতা-মোঃ আলী মুনছুর গাইন, সাং-শ্যামনগর, থানা-মনিরামপুর, জেলা-যশোর থানায় হাজির হইয়া এইমর্মে সাধরণ ডায়েরীর আবেদন করিতেছি যে, আমার MD Ataur Rahman নামের ফেসবুক রহিয়াছে। (যাহার লিংকhttp://www.facebook.com/profile.php?id=100080879837223) উক্ত ফেসবুক অকেদিন ধরে চালাই না। আমার উক্ত ফেসবুক কে বা কাহারা হ্যাক করে, ফেসবুকের আইডিতে আজে বাজে কথা লিখে পোষ্ট করছে। যার কারনে আমি এলাকার লোকজনের নিকট হেয়ো প্রতিপন্ন হচ্ছি। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।

এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক আতাউর রহমান।