দর্শনায় ফেন্সিডিলসহ গ্রেফতার-১  

4

মো;তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ  এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) তুহিন হোসেন, এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ,

সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পুরাতন রাজারস্থ রাবেয়া সুপার মার্কেটর গলি জৈনক আশরাফ হার্ডওয়ার এর দোকানের সামনে হতে  ০৩.০৩.২০২৩  তারিখ রাত্র আনুমানিক ১১:৪০ ঘটিকার সময় অবৈধ মাদকদ্রব্য ৪৮ বোতল ফেন্সিডিলসহ ধৃত দর্শনা থানার শ্যামপুর  গ্রামের নাসির উদ্দিনের ছেলে ১। অনিক বিশ্বাস (২২),কে হেফাজত থেকে উদ্ধার করেন।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।