লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া সন্তানের মাকে পাওয়া গেল

61

নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া সন্তানের মাকে পাওয়া গেল অবশেষে। শিশুটির মা সুরমা বেগম বলেন, ভিক্ষুকের কাছে রেখে সন্তানকে নিতে ভুলে যান তিনি।
মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগমের (৭০) কাছে তিনমাসের শিশু মাহিন হোসেনকে রেখে চলে যান মা।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৯ টার দিকে সদর মডেল থানায় এমনটিই বলেছেন শিশুটির মা সুরমা বেগম (৩২)।
এসময় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পুলিশ নারী কল্যাণ সমিতির জেলা সভানেত্রী সেলিনা মাহফুজ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও জেলা কমিউনিটিং পুলিশের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ উপস্থিত ছিলেন।