
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সহ এক মাদক কারিবকে আটক করেছে পুলিশ। তার নাম রহমত উল্লাহ (২৫) সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত ফয়েজ উল্লাহ’র ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ একদল পুলিশ ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় অভিযান চালা কালে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। আটকের পর তল্লাশি করে তার কাছ থেকে্ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।