
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও”- শ্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য নিয়ে ভুরুঙ্গামারীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমী এ কৃষক সমাবেশের অনুষ্ঠানিক উদ্বোধন করেন -বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব নাথ সরকার বিটু ।
গত বৃহস্পতিবার(২ মার্চ )কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান বীরবল, জেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি পাবলিক প্রসিকিউটর এড: এসএম অব্রাহাম লিংকন, শেখ রিয়াজুল হক বাবুল, জেলা আওয়ামলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আ,ন,ম ওবায়দুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এসএম উমর ফারুক। সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষকলীগের সভাপতি ডাঃ ফরহাদ হোসেন। এ কৃষক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।