ঝিনাইগাতিতে বোর ফসল পচন রোগে আক্রান্ত হওয়ায় হতাশায় কৃষকরা

19

মোঃ রাকিবুল হাসান, ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধিঃ


শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সিংহভাগ লোক কৃষি ফসলের উপর নির্ভরশীল। তাই অত্র উপজেলার দরিদ্র ও প্রান্তিক চাষিরা চলতি বোর মৌসুমে লক্ষ মাত্রার চেয়ে অধিক জমিতে বোর চাষ করেছে।নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বোর চাষ সম্পর্ণ করেছে। কৃষকের রুপন কৃত ফসল ভালোই হয়েছে। কিস্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কৃষকের রুপন ফসলে হঠাৎ এই চলতি বোর
মৌসুমের হানা দিয়েছে পচন রোগ।

পচন রোগের কারনে ক্ষতির মুখে পরেছে বোর ফসল। এতে এলাকার বহু বোর জমির ফসলে দেখা দিয়েছে রোগ। এমন পরিস্থিতে দরিদ্র ও প্রান্তিক বোর চাষিরা হতাশার.মধ্যে পরেছে। বিগত বছরের চেয়ে দ্বিগুন টাকা ব্যায় করে এ বছর চলতি বোর চাষাবাদ করেছে। আর এই
ফসলে পোকার আক্রমনে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষার উপায় খুজতে ঝিনাইগাতি উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার কৃষকদের উদ্যেশে নানা দিক নির্দেশনা দেন। ফসল উৎপাদনের সময় সঠিক পরিমানের সার প্রয়োগ না করে কম বেশি পরিমানে সার প্রয়োগ করার কারনে এই সমস্ত ফসলে রোগ আক্রমনের কারন। বর্তমানে আক্রান্ত বোর ফসলের করনিয় হিসাবে তিনি কৃষকদেরকে আক্রান্ত জমি থেকে পানি সম্পন্ন রুপে নিস্কাশ করতে হবে।
এরপর আক্রান্ত ফসলে কপার অ·িক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে। ফসলের অবস্থা
উন্নতি হওয়ার পর সঠিক ভাবে পরিচর্চা করলে ফসল সাভাবিক অবস্থায় ফিরে আসবে। কৃষকদেরকে আসস্ত করেন যে ফসল নিয়ে হতাশ হবার কিছু নেই। ফসল রুপনের পূর্বেই ফসল উৎপাদনের নিয়ম কারন জেনে নিয়ে ফসল উৎপাদন করলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে না। নিয়ম কারন না জানার করনে কৃষকদের ফসল
উৎপাদন সঠিক ভাবে করতে পারে না। সঠিক নিয়ম না জানার কারনে নানা জটিলতার মধ্যে পরে কৃষকরা
আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে ঝিনাইগাতি কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সাথে কথা হলে তিনি জানান বর্তমানে বোর ফসলে পচন রোগরে কথা স্বীকার কার করেন এবং কৃষকদেরকে প্রতিকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান।

তবে কৃষকের ফসল উৎপাদনের সুসম সার প্রয়োগের ব্যতিক্রম করা এবং অন্যান্য নিয়ম পদ্ধতি না মানার কারনে ফসলের সমস্যা দেখা দেয়। ফসলের যে কোন সমস্যা দেখা দিলে ঝিনাইগাতি উপজেলা কৃষি সম্প্রসারন
বিভাগের সাথে যোগাযোগ করলে কৃষকদেরকে সর্বাত্বক সহযোগিতা করবে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা ।