আত্রাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত দশ ঘন্টার ব্যবধানে নিহত -২

30

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার ব্রিজ সংলগ্ন মর্মান্তিক এক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নওগাঁ অভিমুখ থেকে আসা একটি বড় ট্রাক আত্রাই নদীর উপর নির্মিত বায়তুল্লাহ সেতুর দক্ষিণ পাশে বান্দাইখাড়া বাজার সংলগ্ন বধ্যভূমির তিন  রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এলাকার স্থানীয়রা জানান,নওগাঁ অভিমুখ থেকে আসা একটি সিমেন্ট বোঝায় বড় ট্রাক ব্রীজ পার হয়ে রাজশাহী ভবাণীগঞ্জ সড়কে হঠাৎ ব্রেক ফেল করে যাত্রী ছাওনির মধ্যে ঢুকে পড়ে ছাওনিতে যাত্রী না থাকায় ছাওনির ভেতরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার উপর দিয়ে ওয়ালে ধাক্কা খেয়ে ট্রাক ডাইভার ভেতরে আটকা পরে। স্থানীয়রা অনেক চেষ্টার পর ডাইভারকে ট্রাক থেকে বের করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্য বরন করেন।

নিহত ট্রাক ডাইভারের বাড়ী নাটোর জেলায় বলে জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দশ ঘন্টার ব্যবধানে রাত ৮ টার দিকে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাদল দত্তের ছেলে আপন দত্ত (২৪) নওগাঁয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ সেরে নিজ মটর সাইকেলে বাড়িতে আসার পথে সান্তাহার- নাটোর মহা-সড়কের রাণীনগরের গোনা নামক স্থানে ইন্জিন চালিত ভটভটির সঙ্গে দূর্ঘনার কবলে পরে সেখানেই মৃত্য বরন করেন।

খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাতেই নিহত  আপনের আত্মীয় স্বজনরা থানা থেকে লাশ নিজ বাড়ি উপজেলার ভবানীপুর গ্রামের বাড়িতে নিয়ে আসে। নিহত আপনের মরদেহ আজ শুক্রবার রসুল পুর শ্মশানে দাহ করা হয়েছ। বাদল দত্তের এক মাত্র এ ছেলেটি 

আপনের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।