
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বলছে, হেরোইনের দাম প্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু বকর সিদ্দিক (৩৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুরের মৃত মুনিমুল হকের ছেলে।
শুক্রবার (৩ মার্চ) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ মার্চ) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানার পশ্চিম জুরাইন এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ২১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২১২ গ্রাম হেরোইনসহ মো. আবু বকর সিদ্দিককে (৩৩) গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
ডিআই/এসকে