
শেখ রাজীব হাসান –
গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাড়ীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, মোহনা টিভির আতিকুর রহমান আতিক, মাইটিভির মাহবুব আহত ও লাঞ্ছিত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের হয়েছে যার নং ১/৩/২৩। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হাজার সরকার ও সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল।
এবিষয়ে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত এরকম হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারী যতই শক্তিশালী হোক তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন পাত্র-পত্রিকার সাংবাদিকরা বলেন, বিচারহীনতার কারনে সারাদেশে সাংবাদিক নির্যাতন আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারের কাছে দাবী করছি অবিলম্বে একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে মিডিয়া অঙ্গনে শৃংখলা ফিরিয়ে আনা হোক। এমন অবস্থা চলতে পারে না, চলতে দেয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবিষয়ে আপনার হস্তক্ষেপ অতিব জরুরী। সাংবাদিকরা থেমে গেলে দেশে ভয়াবহ বিশৃংখলা সৃষ্টি হবে।